সিসি ক্যামেরার সমাধান এখানে!

আপনার বাসা, অফিস এবং ব্যবসার নিরাপত্তায় সবচেয়ে সেরা পছন্দ।

খাঁটি, সুস্বাদু প্রাকৃতিক মধু ও গুড়

"আপনার স্বাস্থ্য এবং সুস্থ জীবনের সঙ্গী!

আপনারও কি হুট করেই পুরো শরীর (বিশেষ করে মাথা) গরম হয়ে যায়?

চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটিকে বলে হট ফ্ল্যাশ। এটি অনেকের মাঝেই দেখা যায়। হুট করেই শরীর গরম হয়ে যাওয়া, সেইসাথে চুলকানি এবং অনেকের ক্ষেত্রে শরীরের লোমও কিছু সময়ের জন্য দাড়িয়ে যায়। 


এ ধরণের সমস্যা হয়তো অনেকেই ফেস করেছেন। বিশেষ করে মহিলারা, যাদের বয়স ৪০ এর বেশি কিংবা যাদের হরমোনাল ইমব্যালেন্স রয়েছে তাদের ক্ষেত্রে এ সমস্যাটি বেশি দেখা দেয়। পুরুষদের মাঝেও যাদের টেস্টোস্টেরন কম তাদেরও এমনটি হতে পারে। 


কি কারণে এমনটি হয় : 


• গরম আবহাওয়া থাকলে
• ধূমপান যারা করে তাদের এমন হতো পারে
• অ্যালকোহল পান করলে
• ঝাল জাতীয় খাবার বেশি খেলে
• দুশ্চিন্তা 
• টাইট পোশাক পড়লে


চিকিৎসা কি? 


এটি নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। অধিকাংশ ক্ষেত্রেই এটি এমনি এমনি সেরে যায়। তবে কিছু ক্ষেত্রে চিকিৎসা প্রয়োজন তবে সেটি নির্ভর করছে সমস্যাটির তীব্রতার উপর। যেমন : 
• হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি (পুরুষদের এটি না করাই ভালো)
• নন হরমোনাল মেডিকেশন, যেমন : ক্লোনিডিন, প্যারোক্সেটিন, ভেনলাফ্যাক্সিন ইত্যাদি। 
• এর পাশাপাশি নিয়মমাফিক জীবনযাপন, ব্যায়াম, পুষ্টিকর খাওয়াদাওয়া এটি থেকে পরিত্রাণ পেতে সহায়তা করে।



Dr SR Khan

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.