বাতের ব্যথা আর হাড়ক্ষয় রোগ এখন ঘরে ঘরে। অথচ এসবের চিকিৎসায় আয়াতুল ইযাম খুবই উপকারী। আয়াতুল ইযাম মানে কোরআনুল কারিমের যেসব আয়াতে "عظام" (অর্থাৎ হাড়) শব্দটি এসেছে, সেই আয়াতগুলো।
আমরা এরকম অনেকগুলো আয়াত একত্র করে একটা পিডিএফ বানিয়েছি। (ভবিষ্যতে কখনো হ্যান্ডবুক প্রকাশ হলে সেখানে ছাপার অক্ষরেও পাবেন ইনশাআল্লাহ)।
প্রতিদিন এসব আয়াত তিলাওয়াত করার পর হাতে ফুঁ দিয়ে আপনার সমস্যার যায়গাগুলোতে হালকাভাবে হাত বুলিয়ে নিন। কারও জন্য প্রতিদিন পড়া খুব কষ্টকর হলে এসব পড়ার পর অলিভ অয়েলে ফুঁক দিয়ে রাখুন, নিজে পড়ুন কিংবা শুদ্ধভাবে কোরআন পড়তে পারে কারও থেকে পড়ে নিন। বেশি ব্যাথা করলে এর সাথে ব্যাথার দোয়াটাও পড়ে ফেলতে পারেন। (ব্যাথার দোয়া হিসনুল মুসলিম বা আমাদের ওয়েবসাইটে পাবেন।) পড়ুন এবং মাঝেমধ্যে ফুঁ দিন। যাহোক, তেল পড়া হয়ে গেলে প্রতি রাতে এই তেলটা সমস্যার যায়গায় মালিশ করুন।
ইনশাআল্লাহ কয়েকদিনের মাঝেই উপকার বুঝতে পারবেন। তবে সম্পূর্ণ সুস্থ হওয়া অব্দি প্রতিদিন তেলটা ব্যবহার করতে থাকুন। অন্তত দেড়-দুই মাস তো করুন!
আমি বেশ কয়েকজন মুরব্বির অভিজ্ঞতা জেনেছি, এই আয়াতগুলো পড়ে তেল ব্যবহার করার পর তারা বেশ ভালো আছেন। অনেকের এতটা উন্নতি হয়েছে যে, হাড়ক্ষয়ের জন্য এখন আর কোনো প্রকার ঔষধ খাওয়ারই প্রয়োজন হয় না। আলহামদুলিল্লাহ। আপনাদের অভিজ্ঞতা জানাতে ভুলবেন না।
------
- https://ruqyahbd.org/ayat
(নিচের দিকে পাবেন)
© উম্মে আবদুল্লাহ Ruqyah Support BD থেকে নেয়া