সিসি ক্যামেরার সমাধান এখানে!

আপনার বাসা, অফিস এবং ব্যবসার নিরাপত্তায় সবচেয়ে সেরা পছন্দ।

খাঁটি, সুস্বাদু প্রাকৃতিক মধু ও গুড়

"আপনার স্বাস্থ্য এবং সুস্থ জীবনের সঙ্গী!

মেয়েদের জন্য প্রয়োজনীয় সকল, আইডি, পেইজ, গ্রুপের লিংক


.
অনলাইনে, বিশেষত ফেইসবুকে কাটানো সময়টাকে সুন্দর ও অর্থবহ করতে আপনাদের ভালো কিছুর সন্ধান দিতে চাই। আপনারা কিছু বোনকে ফলো করতে পারেন এবং কিছু পেইজ, গ্রুপ ও চ্যানেলের সাথে অ্যাকটিভ থাকতে পারেন। জীবনমুখী ভালো ভালো নির্দেশনা পাবেন, ইলমে দ্বীনের বিভিন্ন বিষয় শিখতে পারবেন এবং খারাপ সময়গুলোতে তাঁদের লেখা থেকে মানসিক সাপোর্ট পাবেন, ইনশাআল্লাহ।
.
এই বোনদেরকে ফলো করতে পারেন এবং জরুরি প্রয়োজনে পরামর্শ করতে পারেন।
.
(১) Nusrat Zahan
জীবনঘনিষ্ঠ দ্বীনি ইস্যুগুলো নিয়ে লেখালেখি করেন। আইডি লিংক: https://www.facebook.com/nusrat.zahan.777
.
(২) Farheen Al Munadi
কওমি আলিমা ও লেখিকা। বিভিন্ন শরয়ি ইস্যুতে পরামর্শ করতে পারেন। আইডি লিংক: https://www.facebook.com/fzmunadi
.
(৩) শারিন সফি অদ্রিতা
বোনদের প্রোডাক্টিভিটির উপর লেখালেখি এবং কাউন্সেলিং করেন। আইডি লিংক:
https://www.facebook.com/sharin.odrita?mibextid=ZbWKwL
.
(৪) Reflections (নায়লা নুজহাত)
বিশেষ করে, কুরআন নিয়ে কাজ করেন, লেখালেখি করেন। টেলিগ্রাম চ্যানেল লিংক: https://t.me/reflections_nayla/491
.
(৫) Nishat Tammim
জীবনঘনিষ্ঠ রিমাইন্ডার ও নসিহতমূলক লেখালেখি করেন। আইডি লিংক: https://www.facebook.com/ntammim
.
(৬) Jumana Puspo
কওমি পড়ুয়া আলিমা। সময়-সুযোগ সাপেক্ষে বোনদের বিভিন্ন শরয়ি প্রশ্নের জবাব দেন (হানাফি মাজহাব অনুসারে)। আইডি লিংক: https://www.facebook.com/jumana.puspo
.
(৭) Popy Ibrahim
অনলাইনে কুরআনের শিক্ষিকা। উনার মাধ্যমে অনেকে কুরআন শিখেছেন। আইডি লিংক: https://www.facebook.com/popy.ibrahim
.
.
(৯) She is Noor
.
(১০) Anika Tuba
.
(১১) Majida Rifa
.
(১২) Umm Khalid
ড্যানিয়েল হাকিকাতজুর স্ত্রী তিনি। সমকালীন বিভিন্ন ফিতনাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ লেখালেখি করেন, লেকচারও দেন। পেইজ লিংক: https://www.facebook.com/UmmKhalidMuslimMom
.
(১৩) Asma Huda
অনলাইনে বোনদের কুরআন শেখান। ইউটিউবে উনার অনেক অডিও আছে। যারা কুরআন পড়তে পারেন, কিন্তু কিছু ভুল-ভ্রান্তি হয়, তারা উনাকে ফলো করতে পারেন। আবার উনার সাথে সাথে পড়ে কিছু সুরাও মুখস্থ করতে পারেন। চ্যানেলের লিংক: https://youtube.com/@aaallamabilqalam
(চ্যানেলে তিলাওয়াত বাদে অন্য যেসব কনটেন্ট আছে, সেগুলো যাচাই করিনি; তাই, কেবল তিলাওয়াতগুলোই রিকমেন্ড করছি)
.
বোনদের গুরুত্বপূর্ণ ৭টি ফেইসবুক গ্রুপ:
.
(১) Sisters' Leisure Period (হালাল বিনোদন)
এই গ্রুপে দ্বীন প্র্যাকটিস করা বোনদের সাথে কিছু ভালো সময় কাটাতে পারেন।
.
(২) দ্বীনি পরামর্শ (Only Sisters)
এই গ্রুপে যুক্ত থেকে উপকৃত হতে পারেন। পরামর্শ চেয়ে পোস্ট দিলে হেল্প পাবেন।
.
(৩) মুসলিম নারী
মাসয়ালা জানতে চেয়ে পোস্ট দিলে আলেমা বোনেরা সমাধান দেন এখানে।
.
(৪) নারীদের আমল ঘর
আগের গ্রুপটির মতোই এটির কার্যক্রম।
.
(৫) Sisters of Bangladesh
প্রোডাক্টিভিটি শেখার ভালো একটি গ্রুপ।
.
(৬) উসরাতি আমার সংসার
এটিও বোনদের একটি ভালো গ্রুপ।
.
(৭) The Nafs Group
বোনদের দ্বারা পরিচালিত। মানসিক স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে তারা কাজ করেন।
.
বোনদের জন্য কিছু পেইজ:
.
ইয়াদাহ ক্লিনিক
কয়েকজন দ্বীনি ডাক্তার বোনের পেইজ। এই পেইজের লেখা থেকে উপকৃত হতে পারেন।
.
Muslimah Confidence Workshop
উনারা মাঝেমধ্যে বিভিন্ন জীবনঘনিষ্ঠ বিষয়ের উপর বোনদের ওয়ার্কশপ করান।
.
কৈফিয়ত:
অনেকে ভাবতে পারেন, ‘অমুকের নামটা কীভাবে বাদ পড়লো? অমুক তো দারুণ লিখেন!’ আসলে আমরা অনেক দিক হিসাব করে উম্মাহর সামগ্রিক কল্যাণ কামনায় এবং আমাদের অডিয়েন্সের কথা মাথায় রেখে এই বোনদের প্রমোট করেছি। যারা ভিন্নমতের প্রতি কঠোর মনোভাব রাখেন না, উম্মাহকে সাথে নিয়ে চলার অভিপ্রায় রাখেন, যাদের ইলম আছে, যাদের টাইমলাইন তাঁদের ব্যক্তিগত ডায়েরি নয়, যারা যথাসাধ্য আহলুস সুন্নাহর ধ্যান-ধারণা লালন করেন, নুসুসের আলোকে লেখালেখি করেন, দাওয়াতি মেজাজ নিয়ে চলেন, ব্যক্তিত্ব বজায় রাখেন—এমন বোনদেরকেই প্রমোট করা হয়েছে। তবে, এটাও সত্য যে, এই সব বৈশিষ্ট্য সবার মাঝে সমানভাবে নেই। আবার এটাও সত্য যে, এই তালিকার বাইরেও অনেক বোন আছেন, যাঁদের অনেকেই এই তালিকার প্রথমদিকে থাকতে পারতেন। আমরা সবাইকে চিনি না, অনেককে কোনো কারণবশতই রাখতে পারিনি। আবার অনেককে শুধু এজন্য রাখিনি যে, তালিকাটা দীর্ঘ হয়ে যাবে।
.
এখানকার কোনো ব্যক্তি, গ্রুপ, পেইজ, চ্যানেল বা প্রতিষ্ঠানকে কোনোকিছুর বিনিময়ে প্রমোট/সাজেস্ট করা হয়নি। সাধ্যানুসারে খোঁজ-খবর নিয়ে তাদের নাম লিখেছি, যেন বোনেরা উপকৃত হতে পারেন।
.
মানুষের বাহ্যিক দিক বিচার করেই অনলাইনে সবকিছু হয়। আমরা উপরের বোনদের মধ্যে কল্যাণ আছে, এমনটি মেনেই তাঁদের প্রমোট করেছি, কারণ তাঁদেরকে এমনই দেখে আসছি। কোনো মানুষ নির্ভুল নয়। তাঁদের থেকেও কোনো সময় ভুল-ভ্রান্তি প্রকাশ পেতে পারে। তখন, অবশ্যই তাঁদের ভুলকে গ্রহণ করা যাবে না। বরং কুরআন-সুন্নাহই আমাদের একমাত্র দলিল। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের উপর অবিচল রাখুন, আমাদের ক্ষমা করুন, তাঁর সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করার তাওফিক দিন। আমিন।
.
এতগুলো কথা এজন্য বললাম যে, এই সিরিজের আরও অনেক পর্ব হবে। সেসব পর্বেও এই কথাগুলো সমানভাবে প্রাসঙ্গিক।
.
আরও অনেক গুরুত্বপূর্ণ পর্ব সামনে আসছে। পুরো সিরিজটি পড়ে শেষ করতে পারলে অত্যন্ত উপকৃত হবেন, ইনশাআল্লাহ।
.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.