বিভিন্ন বোনেরা কীভাবে দাওয়াতি কাজ করবেন, অ্যাক্টিভিজম করবেন তা নিয়ে প্রশ্ন করেন।
শাইখ উসাইমিনের "ইসলামী জাগরণ: নীতি ও নির্দেশনা" বইটিতে শাইখ এ ব্যাপারটি নিয়ে আলোচনা করেছেন। বইয়ের নানা অংশে আলোচনাটা ছড়িয়ে আছে। এছাড়াও একটা চ্যাপ্টার আছে শুধু এটা নিয়েই। বোনেরা বইটা সংগ্রহ করতে পারেন।