সিসি ক্যামেরার সমাধান এখানে!

আপনার বাসা, অফিস এবং ব্যবসার নিরাপত্তায় সবচেয়ে সেরা পছন্দ।

খাঁটি, সুস্বাদু প্রাকৃতিক মধু ও গুড়

"আপনার স্বাস্থ্য এবং সুস্থ জীবনের সঙ্গী!

হুজুর ৩দিনে বান কেটেছে জ্বীন হত্যা করেছে কিন্তু রুগী আরো অসুস্থ হয়েছে 😵‍💫

 আসসালামু আলাইকুম 

আমার ওয়াইফ অনেক দিন যাবত অসুস্থ, বর্তমানে সে একটা মানসিক হসপিটালে ভর্তি আছে,। আমাদে একটি ছেলে আছে, তার বয়স ১৬ মাস। তার ৩-৪ মাস যাবত ঘুম না হওয়া খাওয়া দাওয়াকম বদ মেজাজ এগুলা ছিল.। তারপর আমি কিছুদিন আগে একজন আলেমের কাছে গিয়ছিলাম, সে আমার সব কথা শুনে বললো তার উপর বান মারা হইছে, তার

সাথে যাদু করা হয়েছে, তারপর ঔ হুজুর ৩দিন সময় নিয়েছে এবং ৩ দিন পর সে বলেছে বান নষ্ট করেছে এবং জিন হত্যা করেছে, এবং বলেছে তার উপর কো যাদুর পভাব আর নাই কিন্তু যাদুর আছর ৯০ দিন থাকবে, তাই তিনি মাসনুন আমল আর তেল পরা আর গোসল এর জন্য পানি পরা দিয়েছে, 

কিন্তু তারপর থেকে শুরু হইলো আসল কাহিনি সে তে আর কারও কথা শুনে না সে ঘরে থাকতে চায়না সবার সাথে খারাপ ব্যবহার যা ছিল অত মাএায় বেশি,  

পরে আমি হুজুর কে বললে উনি বললো ওর এখন মানসিক সমস্যা হচ্ছে ওকে একটা ভাল ডাঃ দেখাইতে

আমি ডা: কাছে গেলে ডা: তাকে হসপিটাল এ ভর্তি রাখে, সে আজকে ১২ দিন যাবত হসপিটাল এ এখন ও পুরাপুরি তার রাগ কমেনাই, কালকে তাকে হাসপাতাল থেকে নিয়া আসবো, দয়া করে কেউ আমাকে সাহায্য করুন, আমি এখন কি করতে পারি, 

আমি যে হুজুরের কাছে গিয়ছিলাম সে একজন ভাল আলেমেদিন, উনার দুর থেকে বাম নষ্ট করছে এটা কি সত্য নাকি আর আমার এখন করনিও কি, দয়া করে কেউ আমাকে সাহায্য করুন,

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.