সিসি ক্যামেরার সমাধান এখানে!

আপনার বাসা, অফিস এবং ব্যবসার নিরাপত্তায় সবচেয়ে সেরা পছন্দ।

খাঁটি, সুস্বাদু প্রাকৃতিক মধু ও গুড়

"আপনার স্বাস্থ্য এবং সুস্থ জীবনের সঙ্গী!

ঐ হুজুরের সাথে ইনটিমেট হয়েছে 😷

আসসালামু আলাইকুম।

আমি আগে মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম কিন্তু এডমিশন থেকে আমার পড়াশোনায় মনোযোগ উঠে গেছে। পড়লেও মনে রাখতে পারিনা। আমার খালা আর খালাতো বোনের থেকে একজন হুজুরের সাথে পরিচয় হয় আমার আর আমার আম্মুর। ঐ হুজুর অনেক কিছু করে আমার খালাতো বোন যাকে ভালোবাসতো তার সাথে বিয়ে দেয়। অনেক বড় বড় তসবিহ পড়তো আপু এই বিয়ের আগে এই হুজুরই নাকি এসব দিয়েছিল। আবার বিয়ের দিন আপুর কাছে লাল কাপড় ও দিয়ে দিতে বলেছিল। আমি অনেক দেখেছি আপু রাতে ঘন্টার পর ঘন্টা ওনার সাথে কথা বলছে ফোনে। পরে আপুর বিয়েও হয়। আর বিয়ের পর আমার আম্মু ওনার সাথে কথা বললে শুধু আমার আর আমার ভাইয়ের জন্য দোয়া করতে বলতো। পরে আমার এডমিশনে অনেক পড়াশোনার পরো আমার কোথাও এডমিশন হয়না। উনি সবসময় বলতো পরীক্ষার হলে ঢুকে কালেমা পরতে একদম শেষ অবধি আমিও তাই করতাম। আর কখন হলে ঢুকছি সেই এক্সেট টাইম জানাতে বলতো। তাও আমি ভেবে নিয়েছিলাম আমার ভাগ্যে ছিলোনা তাই হয়নি। পরে আমার একজন ছেলে কে পছন্দ ছিলো। উনাকে আম্মু গল্পে গল্পে বলায় উনি ছেলের বাবা মায়ের নাম জানতে চায়। আর তাকে পরের দিন ফোন দিতে বলে। আমিও বলি । পরের দিন কলে উনি আমাকে বলে হ্যাঁ ছেলে তো ভালো তোমার কোন আপওি নেই তো? আমি বললাম যে না। কিন্তু তার কিছুদিন পর থেকেই ঐ ছেলে আমাকে ইগনোর করতে স্টার্ট করে। অনেক বেশি ডেডিকেটেড ছিলো যে আমার ওপর তার সাথে আমার কথা বলা কমে গেলো দেখা হওয়া কমে গেলো। পরে হুজুর কে বিষয়টা জানাই কথায় কথায়। তখন উনি বলে আচ্ছা দেখে জানাবো। পরে আমার খালাতো বোন আমাকে কল দেয় দিয়ে বলে কিছু পাইতে হলে কিছু হারাতে হয়। আমিও তোর ভাইকে পাওয়ার জন্য অনেক কিছু করেছি। আমি ডিটেল্স শুনতে চাইলে ও আমাকে বলে ভাইয়াকে পাওয়ার জন্য নাকি ঐ হুজুরের সাথে ইনটিমেট হয়েছে। আমার ও যদি আমার ভালোবাসার মানুষ কে পাইতেই হয় তাড়লে যেন আমিও তাই করি। এসব শোনার পর আমি বলেছি আল্লাহ তাআলা উওম পরিকল্পনাকারী আমাকে আল্লাহ ই দেখবে আমি এসব কখনোই করবোনা। দরকার নেই আমার ভালোবাসার মানুষকে ই পাওয়ার। তাই বলে ফোন কেটে দেই আর কখনো ঐ হুজুরের সাথে কথা বলিনি এমনকি আম্মুকেও আমি সব জানাইছি। সেও কথা বলেনি। তারপর ঐ ছেলের সাথেও যোগাযোগ বন্ধ হয়ে যায়। ওর বাবার নাকি আমাকে আর আমার পরিবার কে পছন্দ না। এখন আমার মনে হচ্ছে উনি আমাদের কোন ক্ষতি করেছে। পারিবারিক আর্থিক অবস্থা দিনদিন খারাপ হয়ে যাচ্ছে। আমার আর আমার ভাইয়ের পড়াশোনাও হচ্ছেনা। আমি কিভাবে বুঝবো যে আমি ঠিক আছি কিনা? 

বিয়ে নিয়েও সমস্যা হচ্ছে। কিন্তু আমার পড়াশোনা নিয়ে আমি বেশি টেনশনে। 

দোয়া করে জানাবেন আমি কি করবো।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.