সিসি ক্যামেরার সমাধান এখানে!

আপনার বাসা, অফিস এবং ব্যবসার নিরাপত্তায় সবচেয়ে সেরা পছন্দ।

খাঁটি, সুস্বাদু প্রাকৃতিক মধু ও গুড়

"আপনার স্বাস্থ্য এবং সুস্থ জীবনের সঙ্গী!

কবিরাজ কুরআন দিয়ে কাজ করে, আবার সিগারেট খায় 😀

আসসালামু আলাইকুম। আমাকে দয়া করে সাহায্য করেন, আমি অনেক বিপদের মধ্যে আছি। আমার অনেকদিন ধরে পারিবারিক সমস্যা চলছে। আমার বয়স ১৮। আমি সবকিছুর টেনশনে মানসিকভাবে অনেক অসুস্থ। তাই আমার আম্মু বললো একটা হুজুরের কাছে যাইতে। যাওয়ার আগে শুনলাম উনি অনেক নামাজ কালামী,,কোরআনের তেলওয়াত করে সমস্যা সমাধান করে। কিন্তু যাওয়ার পর দেখি ওই হুজুর অন্য আরেকটা লোক দিয়ে কাজ করায়। আমরা যাওয়ার সময় দেখি ওই লোকটা সিগারেট খাচ্ছে,, আমার হাতের রেখা দেখলো,,বললো আমার জ্বীনের সমস্যা,,আসন দিয়ে জ্বীন তারাবে,,তাবিজ দিছে বালিশের নিচে রাখতে,, আরো গামছা টামছা অনেককিছু বললো। আমার সবকিছু মিলায়ে উনাকে সুবিধাজনক লাগছে না,,আমি খারাপ পথে কিছু করতে চাই না। উনার মুখে কোনো দাড়িও নাই যে উনাকে দেখে ইমানদার মনে হবে। আর উনার কাছ থেকে আাসার সাথে সাথেয় আমার পারিবারিক সমস্যা দ্বিগুণ বাড়ে গেছে। আজকে যায়ে কোনো চিকিৎসা করিনি। শুক্রবারে যাইতে চাইছে আম্মু চিকিৎসার জন্য কিন্তু আমি রাজি না। অনেকে বলছে এখন না গেলে নাকি আমার ক্ষতি হবে। আমি কি করবো বুঝতে পারছি না,, কার থেকে পরামর্শ নিবো বুঝতে পারছি না। 😭

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.