সিসি ক্যামেরার সমাধান এখানে!

আপনার বাসা, অফিস এবং ব্যবসার নিরাপত্তায় সবচেয়ে সেরা পছন্দ।

খাঁটি, সুস্বাদু প্রাকৃতিক মধু ও গুড়

"আপনার স্বাস্থ্য এবং সুস্থ জীবনের সঙ্গী!

বাসায় ১০০ জ্বীন আছে যারা আমাদের বাড়ির সব উন্নতি বন্ধ করে রেখেছে 😃

আসসালামু আলাইকুম 

আমার বয়স ৩১। আমি আমার পরিবার ও নিজেকে নিয়ে চিন্তিত । আমার মা বয়স জনিত রোগ আছে (৫৬) । কিন্ত গত কিছুদিন যাবত তার শরীর বেশি খারাপ যাচ্ছে। কি সমস্যা বুঝি না । ভিতর থেকে বলে কেমন করে কখনও মাথা , আবার কখনও বুক। গত একমাস যাবত প্রায় প্রতি রাতেই তার শরীর খারাপ হয়ে যায় অথচ দিনে সুস্থ। গত পরশু মাঝ রাতে ঘুম ভেঙে দেখি তার ঘাড়, পুরো মাথা খুব ব্যথায় ছটফট করছে। গতকাল রাতে দেখি এত রাতে কাশতে কাঁশতে বমি করছে। অথচ সকালে সে সুস্থ। আর গত এক মাসে অনেক ডাক্তার ও টেস্ট করিয়েছি। আলহামদুলিল্লাহ কোন সমস্যা নাই। এবার আসি আমার কথায় আমি উচ্চ শিক্ষিত অথচ জীবনে ব্যর্থ , ভাল কোন জব হয়নি আমার, যে কাজেই হাত দেই সে কাজেই ব্যর্থ। ভাল যা ভাবি তা হয় না অথচ খারাপটা যা ভাবি তা হয়ে যায়। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি । মাঝে মাঝে রাত ১১টার দিকে তাহাজ্জুদ পড়ি ( ফজরের আগে ঘুম ভাঙেনা বলে) । এবার আসি আমার ভাইয়ের কথায়। এক কথায় বলতে গেলে ওর চলা ফেরা কাফেরের মত। কখনও কোন নামাজ পড়ে না, রোজা রাখে না, এমনকি জুম্মা, ঈদের নামাজ ও পড়ে না। ওর বয়স ৩৫/৩৬ কিন্ত ওর ম্যাচুরিটি লেভেল গ্রো করে নাই আর খুব রাগী স্বভাবের । ও অনেকটা নারী বিদ্বেষী ও বিয়ের প্রতি আগ্রহী না ( বাড়ি থেকে অনেক চাপ দিচ্ছে যদিও আমাদের বাড়িতে জায়গার সংকট তাই ও বিয়ে করতে চায় না) । সম্প্রতি আমার খালাতো ভাই এক হুজুর অথবা ফকিরের কাছে যায় ( ও এসবে বিশ্বাস করে )। ঐ হুজুর নাকি বলেছে আমাদের বাসায় ১০০ জ্বীন আছে যারা আমাদের বাড়ির সব উন্নতি বন্ধ করে রেখেছে ( যদিও আমি অথবা আমার বড় ভাই এসব বিশ্বাস করি না)। এখন ঐ হুজুর অথবা ফকির ৫০০০ টাকা দাবি করেছে আমাদের বাড়ির সমস্যা সমাধান করে দেবার জন্য। আমি এ ব্যাপারে একটা উত্তম পরামর্শ চাই। উল্লেখ্য এসব শুনে আমার মা বেশ চিন্তিত হয়ে পরেছে


১০০ জ্বিন থাকলে সেখানে মানুষ থাকতে পারবে?

এগুলো যে ভন্ডামী, ধোকা তা বুজতে কি রকেট সাইন্স লাগে???

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.