আসসালামু আলাইকুম। প্লিজ আমাকে হেল্প করবেন।
আমি কিছুদিন আগে ফেসবুকে একটা তদব্বির টাইপের পেইজ পাই। সেটার রিভিউ দেখে পেইজে নক দেই,আর আমার সব বলি।
আমাকে প্রথমে বলে আমি আশিক জিনে আক্রান্ত।
সেটার চিকিৎসা নিতে হবে। ভালো কথা আমিও রাজি হই।
এরপর আমার যে প্রব্লেম সেটা হলো আমার বফ আমাকে বিয়ে করতে চায়না। যেহেতু আমাদের রিলেশন টা গভীর ছিল তাই আমি তাকেই হালাল ভাবে চাই।
তো উনি আমাকে যা বলে আমি সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।
বলে তার সাথে ক্লোজ হতে হবে,তাহলে সে কি কি তদবির করে দিবে,জিন চালান দিবে।
এসব শুনে আমার খুবই অবাক লাগে আর আমি তাকে জানাই যে আমি কোনো তদবির ই নিব না।
আমার আল্লাহ দেওয়ার মালিক।
আমার লাইফ এ যা প্রব্লেম আছে আল্লাহ চাইলে সেকেন্ডে শেষ করে দিবে।।আমি ডিরেক্ট আল্লাহর কাছেই দোয়া করব। আমল করব।
এরপর থেকে আমি আমার আল্লাহর কে ডেকে যাচ্ছি আর আমার আল্লাহ আমাকে কবুল ও করছেন আল হামদুলিল্লাহ।
বাকি যে গুলো পাইনি সেগুলো ও কবুল করে নিবেন।
আজকে আমাকে সে হুজুর নক দিয়ে জিজ্ঞ্বেস করে কি অবস্থা, তো আমি বলি আল হামদুলিল্লাহ।
এখন সে আমাকে বলে যে জিন যায়নি।আমি নাকি এখন বুঝতেসিনা।পরে বুঝব।আমাকে আরও ভয় দেখায়,আমি নাকি দেখতে সয়তানের মতো হয়ে যাব।
আমার এখন কি করা উচিত??
আমি ত আল্লাহর উপর বিশ্বাসসি যে আল্লাহ আগলে রাখলে কেউ খতি করতে পারবে না।