স্ত্রীর সাথে প্রথম সহবাস বা যৌন মিলনের প্রস্ততি কিভাবে নিতে হবে?
যে জিনিসটা মাথায় রাখতে হবে এবং বাস্তব জীবনে সুন্দর করে প্রয়োগ করতে হবে সেটা হলো ফোরপ্লে বাংলায় বলে শৃঙ্গার।
শৃঙ্গারের অনেকগুলো পদ্ধতি আছে উল্লেখযোগ্য হলো স্পর্শ, আছড়,বাইটিং,মৈথুন, মর্দন,ঘর্ষন ইত্যাদি। কামশাস্ত্রের জনক ভারতীয় বাৎসায়নের মতে যৌন জীবনের চৌষট্টি কলা যে ভালো মতো রপ্ত করতে পারবে তার কাছে যৌন জীবনে সুখ পাওয়া কোন ব্যাপার না।
চৌষট্টি কলার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য নিজেকে ফিট করে রাখার জন্য সবকিছু সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করা যেমন নিজেকে পরিপাটি করে রাখা,ঘরকে সুসজ্জিত করা,গল্পে, কথায় ইত্যাদি সব বিষয়ে নিজেকে পারদর্শী করে তোলার চেষ্টা করা।এখানে স্বামীর যতোটুকু ভূমিকা রয়েছে স্ত্রীর ততোটুকু ভূমিকা রাখা প্রয়োজন।
দুজনের সম্মিলিত প্রচেষ্ঠায় যৌন জীবন সুন্দর হতে বাধ্য।
কাউকে দোষ বা কষ্ট দিয়ে ভালো পারফরম্যান্স বা ভালো ফল পাবেন ই না।
ফোর প্লে করা স্বামী স্ত্রী দুজনের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য উপকারী। যখন শরীরে কোমল হাতের স্পর্শ লাগে তখন তার রিফলেকশন পুরো শরীরে ছড়িয়ে পড়ে।
ফোর প্লের উপকারিতা
**** দ্রুত বীর্যপাত কমিয়ে আনবে, পুরুষের আত্নবিশ্বাস তৈরি হবে।
**** পরিমান মতো শৃঙ্গারে পুরুষের লিঙ্গের শীতলতা দূর হয় তবে অতিরিক্ত করলে হীতের বিপরীত হতে পারে।
**** স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আর ও গভীর ও মধুর হয়।
**** নারী পুরুষের মিলনের আগে যথেষ্ট পরিমানে কামরস নিসৃত হয় যা মিলনকে সহজ করে তুলে।
**** ঔষধ সেবন কমে যায় এবং ঔষধের উপর নির্ভরশীলতা ধীরে ধীরে কমতে থাকে।
**** বিবাহ বিচ্ছেদ, পরকীয়া কমে যায়।
**** শরীর ও মন সুস্থ সবল থাকে।
**** ভালো ঘুম হয়,মনটা ফ্রেশ সতেজ নির্মল থাকে।
**** সঠিক খাবার খেলে শৃঙ্গার ও ভালো মতো হলে নারী পুরুষের যৌন উত্তেজনা পর্যাপ্ত পরিমানে বিরাজ, আগ্রহ ভালো থাকে, দূর্বলতা দূর হয়।